কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাহেরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ব্রাহ্মনপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ লাভলু, ব্রাহ্মনপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলীম খান,
ব্রাহ্মনপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন।
আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস,উপজেলা প্রেসক্লাবে আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল হক শাকিল, উপজেলা প্রেস ক্লাবের অর্থ বিষয় সম্পাদক প্রধান শিক্ষক অপু খান চৌধুরী।
ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মনপাড়া সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আহাম্মদ, বিল্লাল হোসেন, গাজী রুবেল, সাইফুল ইসলাম ভূইয়া, আনোয়ারুল ইসলাম মোঃ বাছির উদ্দিন, সজিব ভূইয়া, ইমন হোসেন, সোহেল ইসলাম,সোহেল মিয়া।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাশেদুল হক ভূইয়া বাবু,ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ আলী হোসেন, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।