কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন ওই ইউনিয়ন পরিষদের মেম্বাররা। পাশাপাশি তারা সোমবার (২৯ জানুয়ারি) ব্রাহ্মণপাড়া উপজেলা নিবার্হী অফিসার বরাবর চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা জানিয়েছেন।
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ১৮৩ এর ধারায় ১২ এর উপধারা (৩) মোতাবেক ৩ নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বারগন অনাস্থা দেন।
অনাস্থা দেওয়া চান্দলা ইউনিয়নের মেম্বাররা হলেন- মোসাঃ লুৎফা বেগম, মোসাঃ জরিনা বেগম, মোঃ আতাউর রহমান, মোঃ রাকিব উদ্দিন খান, মো. নজরুল ইসলাম, মো. শিপন, মো. জাবেদ, মো. আলমগীর হোসেন ও মো. সাইফুল ইসলাম।
মেম্বাররা অভিযোগ করেন, ৩ নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারদের সঙ্গে পরিষদের উন্নয়নের কোন সভা না করে তার মনগড়া টিআর, কাবিখা, এলজিএসপি, কর্মসূচি, ১% হোল্ডিং ট্যাক্স, নাগরিক সনদ, মৃত্যুসনদ, ওয়ারিশ সনদ, অভিভাবক সনদের সরকারি নিয়ম থেকে অতিরিক্ত ৩/৪ গুন বেশি অর্থ গ্রহন করেন। যার পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা তিনি আত্মসাত করেছেন।
মেম্বার অভিযোগে আরো উল্লেখ করেন, এ বিষয়ে পরিষদের বিভিন্ন খাতের টাকার হিসাব চাইলে চেয়ারম্যান সভা না করে হিসাব না দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ কারনে মেম্বাররা ব্রাহ্মণপাড়া থানায় চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।
ইউপি মেম্বাররা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা থাকা সত্ত্বেও ট্যাক্স আদায়কারী হিসাবে সরকারি বিধিবিধান না মেনে চেয়ারম্যান তার একক সিদ্ধান্তে নিজের আপন ভাতিজা গোলাম আজম ও শ্যালক মো. শরিফকে মুন্সী হিসাবে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদ মেম্বারদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদের কাছে তদন্তের জন্য আদেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিকুল্লাহ বলেন, ৩নং চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় ইউপি মেম্বাররা একটি সাধারণ ডায়েরি করেছেন।
এব্যাপারে চান্দলা ইউপি চেয়ারম্যান ফারুক বলেন, আমার বিরুদ্ধে অনাস্থা দেয়নি। অভিযোগ করেছে মাত্র। সকল মেম্বাররা এক হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
Last Updated on January 30, 2024 9:29 pm by প্রতি সময়