শিক্ষাই শক্তি-শিক্ষাই মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নাঈম ইসলাম স্মারক বিএসএ ২য় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বিএসএ এর সিইএম মো. শাফায়েত হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।
বক্তব্য রাখেন- ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আতাউর রহমান জসিম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মো. সেলিম রেজা সৌরভ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন, সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন ও বিএসএ এর প্রতিষ্ঠাকালীন সিইএম মো. শফিউল আলম, ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশনের সংগঠক মো. আক্তারুজ্জামান রনি প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহিদ হাসান নিহাল, শারমিন আলম মুক্তি ও তারিন।
সার্বিক তত্বাবধানে ছিলেন বিএসএ এর সাবেক এসইএম এইচএম সাকিব, সোহেল রানা বাপ্পি, হেলাল আবনুর রনি, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান আমান, হাসান সরকার, ইফতি, নয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামান সরকার, বুয়েট মেকানিকেল বিভাগের শিক্ষার্থী মনজুর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক ভূইয়া ও রাজু।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
Last Updated on July 3, 2023 1:39 pm by প্রতি সময়