কুমিল্লার সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণপাড়ার জিরুইন এলাকা থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদকসম্রাজ্ঞি ইয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার (২৫ জুন) আদালতের মাধ্যমে ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকা দিয়ে একটি সিএনজি অটোরিক্সা যাবার সময় তাদের সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে।
পুলিশ দেখে সিএনজি অটোরিকশা চালক দৌড়ে পালিয়ে গেলেও মাদক সম্রাজ্ঞী উপজেলার শশীদল ইউনিয়নের তেতাভূমি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তারকে (২৭) আটক করা হয়।
এসময় সিএনজি অটোরিক্সা তল্লাশি করে ৩৬ বোতল কাফ সিরাপ, ১৫ বোতল ফেন্সিডিল, ১২ কেজি গাঁজাসহ নম্বরবিহীন সিএনজি অটোরিকশা এবং মাদকসম্রাজ্ঞী ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পরে ইয়াসমিন আক্তারসহ গাড়ির চালক দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মাসুদ রানাকে (২৮) আসামি করে এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 25, 2021 8:45 pm by প্রতি সময়