করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সারাদেশে চলছে লকডাউন। এরই অংশ হিসাবে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন কঠোর নজরদারির মধ্যদিয়ে উপজেলাব্যাপী দায়িত্ব পালন করে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ড মোড়ে উপজেলা পরিষদ নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহাসহ পুলিশের একটি দল অংশ গ্রহণ করেন।
বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া, মুখে মাস্ক না থাকা এবং সিএনজি চালানোর অভিযোগে ২০টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা নেতৃত্বে সাতটি মামলায় ৮৫০০ টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার নেতৃত্বে ১৩টি মামলায় ৮৫০০ টাকা জরিমানা করে নগদ আদায়ের পর অর্থদণ্ডপ্রাপ্তদের সতর্ক করে দেওয়া হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসন আরো কঠোর নজরদারিতে যাবে বলেও জানান নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা।
Last Updated on June 29, 2021 8:36 pm by প্রতি সময়