রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ এমপি রাজি মোহাম্মদ ফখরুলকে নির্বাচনি অনুসন্ধান কমিটির কারণ দর্শানো নোটিশ কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে ২০ জন আহত দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কুমিল্লার রামগঞ্জ অঞ্চল ভবিষ্যত গঠনে সর্বোত্তম সময় ছাত্রজীবন অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল মুরাদনগরের কোম্পানীগঞ্জে দেশীয় মুখরোচক খাবার নিয়ে আল সৌদিয়া রেস্তোরাঁর যাত্রা শুরু বরুড়ায় সাবেক শিক্ষার্থীদের সংগঠন বৃত্তি দিল অধ্যয়নরত শিক্ষার্থীদের কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা মৃত্যুর আগে ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর মহাসড়কে আতঙ্কের আরেক নাম লাইসেন্সবিহীন কিশোর চালক # যাত্রীদের গন্তব্যে পৌঁছার প্রতিটি মুহূর্ত দুর্ঘটনা ঝুঁকিতে কুমিল্লায় ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া দলিলে সরকারি ভূমি দখলের অভিযোগ # তদন্তে অভিযোগ প্রমানিত হলেও মামলা কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি কুমিল্লার ১১টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা কুমিল্লার ১১টি আসনে ১২১ জন প্রতিটি মানুষকে মনে রাখতে হবে সুস্থ হার্ট সুস্থ জীবন : ডা. তৃপ্তীশ কোটবাড়ি এলাকায় তিশা পরিবহনের তিন বাসে আগুন উৎসবমুখর পরিবেশে এমপি বাহারের মনোনয়নপত্র দাখিল ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ থেকে আবু জাহেরের পদত্যাগ # স্বতন্ত্র প্রার্থী হবেন কুমিল্লা-৫ আসনে কুমিল্লার মুরাদনগরে সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা # ভাড়া ও বরাদ্দের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি

ব্রাহ্মণপাড়ায় করোনাজয়ী ফৌজিয়া সিদ্দিকা সংবর্ধিত

মোঃ আবদুল আলীম খান , বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৬৪ দেখা হয়েছে

ছবি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা।।

করোনা জয় করলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা। কুমিল্লায় প্রাণঘাতি এ ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে উপজেলাবাসীকে প্রশাসনিক সেবা, পরামর্শ দেওয়া এবং অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সম্মুখযোদ্ধার ভূমিকা রেখেছিলেন এ নারী কর্মকর্তা। এভাবে করোনা প্রবাহের মধ্যে বিরামহীন ছুটে চলার একপর্যায়ে আক্রান্ত হন প্রাণঘাতি এ ভাইরাসে।

অবশেষে ১৭ দিন আইসোলেসনে থেকে চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ ফৌজিয়া সিদ্দিকা। করোনা জয়ের তথা করোনা নেগেটিভ আনন্দের রেশ ধরে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকাকে দেয়া হয় সংবর্ধনা।

মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে করোনায় আক্রান্ত ও সুস্থ হওয়ার প্রেক্ষাপট উল্লেখ করে ফৌজিয়া সিদ্দিকা বলেন, ‘ছোট ছেলে ও মেয়েকে রেখে আলাদা থাকাটা আমার জন্য অনেক কষ্টকর ছিলো। একই ভবনের মধ্যে থেকেও সন্তানদের কাছে না পাওয়া, আদর করতে না পারাটা করোনার সাথে লড়াইয়ের চেয়েও অনেক বেশি মানসিক যন্ত্রনা দিয়েছে আমাকে। মাকে কাছে না পাওয়ার কষ্টে থাকা ছোট সন্তানদের ও স্বামী এবং পরিবার পরিজনকে সংক্রমণের হাত থেকে বাঁচতে শত কষ্টের মধ্যে একাকি জীবন যাপন করেছি। আমার অভিজ্ঞতা থেকে শিখেছি, করোনায় আক্রান্ত ব্যাক্তিরা দ্রæত সুস্থ্য হতে হলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি মানসিকভাবে নিজেকে উজ্জীবিত রাখতে হবে। অযথা আতঙ্কিত না হয়ে সুস্থ হতে মানসিকভাবে শক্ত থাকার বিকল্প নেই’।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ জুয়েল আহমেদ, মেডিকেল অফিসার ডাক্তার শঙ্খজিৎ সমাজপতি, ডাক্তার মোঃ মবিন ইমতিয়াজ, ডাক্তার তোফায়েল আহমেদ ভূঁইয়া।

এছাড়াও উপজেলা স্যানিটারী পরিদর্শক পারভিন সুলতানা, সিনিয়র স্টাফ নার্স সামসুন্নাহার বেগম, চঞ্চলা বৈরাগী, রোকসানা আক্তার, মাহবুবুর রশিদ, কুহিনূর আক্তার, মিডওয়াইফ তানজিনা আক্তার, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির সরকার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবিএম মহিউদ্দিন, আরিফুল ইসলাম, আবুল হোসেন রকিব, স্বাস্থ্য সহকারী মাইন উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান আবুল কাশেম, ভারপ্রাপ্ত অফিস সহকারী মোঃ ওয়ালী উল্লাহ, ড্রাইভার অলি মুন্সি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

# দেশবিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

Last Updated on August 18, 2020 5:03 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102