কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবি ৬০ ব্যাটালিয়নের অভিযানে গ্রেফতার হয়েছে চার মাদক ব্যবসায়ি। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৩ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ মাদক ব্যবসায়ি চারজনের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার (২৫ জুলাই) আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ৬০ ব্যাটালিয়ান সালদানদী বিওপির বিজিবির হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ২৪ জুলাই (শুক্রবার) উপজেলার সীমান্তবর্তী বাগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ নরসিংদী জেলার সদর উপজেলার বাসাইল গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ঝরনা বেগম (৪২) কে গ্রেফতার করা হয়।
একইদিন ব্রাহ্মণপাড়া থানার এসআই মামোনুর রশিদ, এসআই বাবুল হোসেন, এসআই ফয়সাল উদ্দিন, এএসআই বিপুল চন্দ্র রায় ও এএসআই কৃষ্ণ সরকার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী মানরা এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মোঃ এমদাদুল (৩২) কে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
ব্রাহ্মণপাড়া পুলিশ একই দিনে উপজেলার নাগাইশ গাঙ্গেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল পশ্চিমপাড়া গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া (৩৯) কে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে এবং উপজেলার উত্তর চান্দলা (দধিখোলা) এলাকায় অভিযান পরিচালনা করে ওই এলাকার আব্দুল করিমের ছেলে মোঃ জাকির হোসেন (৫৫) কে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
Last Updated on July 25, 2020 5:25 pm by প্রতি সময়