জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জুলাই বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ জাহিদুল হাসান পলাশ।
উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, আলমগীর হোসেন, এমরান হোসেন, সুমন রেজা, সায়েদুল ইসলাম সজিব, মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, জায়েদুল ইসলাম, শিদলাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাবেদ সরকার এবং ব্রাহ্মণপাড় সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন প্রমুখ।
এসময় ছাত্রলীগ নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ব্রাহ্মণপাড়ায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচি পর্যাক্রমে উপজেলার সকল ইউনিয়নে পালন করা হবে।
Last Updated on July 11, 2020 3:17 pm by প্রতি সময়