কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে (২০২০-২১) অর্থ বছরে উপজেলার আটটি ইউনিয়নের ১৬জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ছিল জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা।
সোমবার (২৬ জুলাই) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
উপস্থিত ছিলেন- কুমিল্লা অঞ্চলের ডিস্ট্রিক্ট ফেসিলেটর (ডিএফ) এসএম শাহরিয়ার রহমান, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা সারোয়ার খান, মালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এসময় উপজেলার আটটি ইউনিয়নের ইউনিয়নের সচিবগনের উদ্দেশ্য জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি মোহাম্মদ শওকত ওসমান।
উপজেলার আটটি ইউনিয়নে গ্রাম পুলিশদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে প্রত্যেকটি ইউনিয়নে দুইটি করে মোট ১৬টি বাইসাইকেল বিতরন করা হয়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 26, 2021 9:32 pm by প্রতি সময়