শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জেলের জালে ভয়ংকর সাকার মাছ কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ সাতজন গ্রেফতার কুমিল্লার বুড়িচংয়ে সমাজের সুবিধা বঞ্চিতরা পেলো মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী কুমিল্লার দাউদকান্দিতে তিশা বাসের চাপায় অটো রিকশার দুই যাত্রী নিহত ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুশীলন ও অধ্যাবসায়ে গুরুত্ব দিয়ে জীবন গড়ে তুলতে হবে : দি অপটিমিষ্টস্ বাংলাদেশ’র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে : আবুল হাসেম খান এমপি কুমিল্লার বুড়িচংয়ে ৯৯ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দাউদকান্দিতে ১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর মুন্সিগঞ্জে বেওয়ারিশ তালিকার লাশটি কুমিল্লার মুরাদনগরের প্রকৌশলী ইমতিয়াজের কুমিল্লার ছয় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর মুরাদনগরে বিশ্ব পানি দিবসে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুরাদনগরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন  মুরাদনগরে চতুর্থ দফায় ভূমিহীন ১১৫ পরিবার পাবে নতুন ঘর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক : আবুল হাসেম খান এমপি দাউদকান্দিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হোমনায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বালুর মহালের পাওনাদারদের আদালতে অভিযোগ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫ দেখা হয়েছে

ব্যবসার পাওনা টাকা চাওয়ায় শেয়ারদারদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে প্রতিপক্ষ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি বালু মহাল প্রতিষ্ঠানের শেয়ারদারদের মধ্যে এমন ঘটনা ঘটেছে। পরে পাওনাদাররা তাদের ন্যায্য পাওনার বিষয় নিয়ে আদালতে অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকার ১০-১২ জন মিলে শেয়ারে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি বালু মহাল ব্যবস্যা প্রতিষ্ঠান গত কয়েক বছর যাবত ব‍্যবসা পরিচালনা করে আসছিলেন। শেয়ারদারদের মধ্যে উপজেলার মাধবপুর গ্রামের সুধীর চন্দ্র ভৌমিকের ছেলে বাবুল চন্দ্র ভৌমিক বিশ্বনাথ নামের একজন শেয়ারদার (সাবেক ক্যাশিয়ার) ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনার পাশাপাশি তার নিজ ট্রাক্টর দিয়ে বালু মহাল থেকে বালু নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। দীর্ঘদিন এভাবে ব্যবসা পরিচালনা করে তাদের বালু মহালের ২৪ লাখ ২৭ হাজার ৩৫০ টাকার বালু বিক্রি করেন। এর মধ্যে তাদের শেয়ারদারদের নিকট ১৩ লাখ ৩ হাজার ৭০০ টাকা পরিশোধ করেন। বাকি ১১ লাখ ২৩ হাজার ৬৫০ টাকা সে বিভিন্ন ভাবে পরিশোধ না করার পায়তারা করে সময়ক্ষেপন শুরু করেন।

 

এ নিয়ে প্রতিষ্ঠানটির অন্যান্য শেয়ারদারগণের সাথে কয়েক দফা শালিস বৈঠক হলেও সে দেবো দিচ্ছি বলে পাওয়ানা টাকা পরিশোধ না করে তার অন্যান্য শেয়ারদারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করে শেয়ারদারদের হয়রানি করে আসছেন। পরে বিসমিল্লাহ এন্টার প্রাইজের শেয়ারদারগণ উপায়অন্ত না পেয়ে তাদের মধ্যে ওই ইউনিয়নের মিরপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে নাসির উদ্দিন সাবেক ক্যাশিয়ার বাবুল চন্দ্র ভৌমিক বিশ্বনাথের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দাখিল করেছেন।

 

বিসমিল্লাহ এন্টারপ্রাইজের শেয়ারদার বাছির মিয়া, রায়হান চৌধুরী, মুছা মিয়া, কানু মিয়া, টিটু মিয়া, মিজান মিয়াসহ অন্যান্য শেয়ারদারগণ বলেন, আমরা ১০-১২ জন শেয়ারে বাবুল চন্দ্র ভৌমিক বিশ্বনাথের সাথে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি বালু মহালের মাধ্যমে বালু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলাম। আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক ক্যাশিয়ার ছিলো বাবুল চন্দ্র ভৌমিক বিশ্বনাথ। সে শেয়ারদার ও প্রতিষ্ঠানটির ক্যাশিয়ারের দায়িত্বে থাকার পাশাপাশি আমাদের এই যৌথ বালু মহাল থেকে তার নিজ ট্রাক্টর দিয়ে বিভিন্ন এলাকায় বালু বিক্রি করে আসছিলো। এতে আমাদের এই যৌথ বালু মহাল ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে ১১ লাখ ২৩ হাজার ৬৫০ টাকা পাওনা হই। এই পাওয়ানা টাকা তার কাছে চাওয়ায় সে টাকা না দিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন। এছাড়া সে আমাদের এই যৌথ পাওয়ানা টাকা পরিশোধ না করার বিভিন্ন পায়তারা করছেন।

 

বিসমিল্লাহ এন্টারপ্রাইজের শেয়ারদাররা জানান, এ বিষয়ে আমরা কোন উপায়ান্ত না পেয়ে তার বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দিলে ওই অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক বিষয়টি সমাধানের লক্ষে সকল শেয়ারদারগণকে ডাকেন। এতে সাবেক ক্যাশিয়ার বাবুল চন্দ্র ভৌমিক বিশ্বনাথ ওই বৈঠকে হাজির না হয়ে উল্টো আমাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন।

 

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর বিসমিল্লাহ এন্টার প্রাইজের শেয়ারদারদের ডাকলে তাদের মধ্যে এক পক্ষ বাবুল চন্দ্র ভৌমিক বিশ্বনাথ আসেনি। এই বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Last Updated on September 27, 2022 8:13 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102