# সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভূমি মালিকগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজ নিজ ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে পারবেন এবং দাখিলা নিতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
ব্রাহ্মণপাড়ায় অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে উপজেলার মাধবপুর ইউনিয়ন ভ‚মি অফিসের আওতাধীন মকিমপুর মৌজার ভূমির মালিকগণ খতিয়ানের মালিকের নাম (মালিক মৃত হলে ওয়ারিশ সনদ), মালিকের মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং চাহিদামাফিক অন্যান্য কাগজপত্র তাদের নিজ ইউনিয়ন ভূমি অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তাগণের নিকট জমা দিতে হবে।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ব্রাহ্মণপাড়ায় অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে মাধবপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন মকিমপুর মৌজায় অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হয়েছে। কাজ শেষ হলে শীঘ্রই ভূমি মালিকগণ ঘরে বসে ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে পারবেন এবং দাখিলা নিতে পারবেন।
তিনি আরও বলেন, কেউ তথ্য দিতে ব্যর্থ হলে ভবিষ্যতে খাজনার দাখিলা সংগ্রহ করতে এবং জমির দলিল করতে বা ক্রয়-বিক্রয় করতে ও নামজারি খারিজ করতে সমস্যায় পড়তে পারেন। তাই সকলকে সংশ্লিষ্ট ভূমি অফিসে সঠিক তথ্য প্রদান করতে হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 23, 2020 7:47 pm by প্রতি সময়