শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সাত ইউএনও-ওসির রদবদল জীবনের প্রতিটি ক্ষেত্রেই তথ্যের আবশ্যকতা রয়েছে : বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক হিমেল-তৌসিফের নেতৃত্বে কুবি আইটি সোসাইটি কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর, কুমিল্লা মুক্ত দিবস পেশাগত স্বচ্ছতাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে : কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডে মহান বিজয়ের মাস জুড়ে কর্মসূচির উদ্বোধন কুমিল্লা নগরীর উনাইসারে বাসে আগুন দেবিদ্বার আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি : স্বেচ্ছাসেবকলীগ নেতাকে নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশ ব্রাহ্মণপাড়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ দলবদল ডিগবাজি নয়, সাংবিধানিক অধিকার : ব্যারিস্টার শাহজাহান ওমর মুরাদনগরে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে সেবা প্রত্যাশি ও গ্রাহকদের নানা অভিযোগ কুমিল্লার ১১টি আসনে নির্বাচনি নির্বাচনপূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনুসন্ধান কমিটি জীবনধারার পরিবর্তনই নিজের ও পরিবারের সবার হার্টকে সুস্থ রাখবে : ডা. তৃপ্তীশ কুমিল্লার ১১টি আসনে ৫৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা কুমিল্লার ৫টি সংসদীয় আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ও স্থগিতের তালিকায় হেভিওয়েট ৯ স্বতন্ত্র প্রার্থী দাউদকান্দি-তিতাস এলাকায় মেরিন ফিশারী একাডেমি প্রতিষ্ঠা করা হবে : ইঞ্জিনিয়ার সবুর ভূমিকম্পে কুবির আবাসিক হলের দেয়ালে ফাটল মনোনয়ন বাতিলের ষড়যন্ত্র চলছে, সংবাদ সম্মেলনে কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী টিটুর অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় সড়কের সংস্কার কাজের গুণগত মান নিয়ে সন্দিহান গ্রামবাসী

মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪০ দেখা হয়েছে

সংস্কার কাজ চলছে কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের উপর মনোহরপুর-অলুয়া সড়কের। স্থানীয় লোকজনের অভিযোগ,নিম্মমানের সামগ্রী ব্যবহার করে সড়কটির সংস্কার কাজ হচ্ছে। যা মানসম্মত নয়। কাজের গুণগত মান নিয়ে সন্দেহ পোষন করেছেন গ্রামবাসী। তবে উপজেলা সহকারী প্রকৌশলী বলছেন-তার উপস্থিতিতে সড়কের সংস্কার কাজের কার্পেটিং হয়েছে।

প্রকৌশলীর এমন কথায় স্থানীয় লোকজনের পাল্টা জবাব ছিল-সহকারি প্রকৌশলী কার্পেটিং করার সময় উপস্থিত ছিলেন ঠিকই, তবে তার আগে যে কাজ হয়েছে তা পুরোটাই টেকসই না। নিম্মমানের খোয়া এবং সড়কের পুরনো পিচের অংশ, পুরনো ইটের অংশ এসব দিয়েই সংস্কারের প্রথম ধাপ সেরেছে। এরপর কার্পেটিং। বলা চলে লোক দেখানো কার্পেটিং। ফলে সড়কটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজনি ঘুরে জানা গেছে,কমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার বুড়িচং সীমান্ত সংলগ্ন গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর-অলুয়া সড়কটি দিয়ে এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই স্থানটি উপজেলা সদর থেকে বেশ কিছুটা দুরের পথ। সড়কটি অনেকটা কুমিল্লা-সিলেট মহাসড়কের কাছাকাছি হওয়ায় দৈনন্দিন প্রয়োজনে বা ঢাকা,চট্টগ্রাম,সিলেট বা কুমিল্লা শহর বা বিভিন্ন গন্তব্যে পৌছঁতে অনেকটা সুবিধাজনক হওয়ায় মালাপাড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার লোকজন এই সড়ক পথেই যাতায়াত করে। সড়কটির বিভিন্নস্থানে খানা-খন্দক সৃষ্টি হওয়ায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল থেকে সংস্কার কাজের দরপত্র আহবান করা হয়।

প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যর এই সড়কটির ৪৪ লাখ টাকা মূল্যমানের সংস্কার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজান ট্রেডার্স। সংস্কার কাজ শুরু হলে গ্রামবাসীর চোখে পড়ে কাজটি নিম্মমানের হচ্ছে। কিন্তু কেউ ভয়ে প্রতিবাদ করেনি। ঠিকাদারী প্রতিষ্ঠান মিজান ট্রেডার্সের মালিক মিজানের সাথে সড়কের সংস্কার কাজ নিয়ে কথা হলে তিনি বলেন, ‘আমার লাইসেন্স দিয়ে কাজ হলেও এই কাজ করছে অন্যজন। সে আমার লাইসেন্স ব্যবহার করেই কাজ করছে। তবে তার নাম বলতে পারব না।’

এবিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, ‘সড়কের ১৩৫০ মিটার দৈর্ঘ্যরে কাজটিতে ৪০ মিলিমিটার কার্পেটিং করার কথা ছিল। আমার উপস্থিতিতে সোমবার দুপুরে সেটা করা হয়েছে।’

# দেশবিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

Last Updated on September 16, 2020 3:41 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102