ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেয়ার পর বক্তব্য রাখেন ও পরে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন আমিনুল ইসলাম সুজন #
কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন একই পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন।সম্প্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়।পরে উপজেলা পরিষদের বিধিমালা অনুযায়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ আমিনুল ইসলাম সুজনকে চেয়ারম্যানের সার্বিক দায়িত্ব ও ক্ষমতা দেওয়া হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে উপজেলা পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে বিধিমালা অনুযায়ি চেয়ারম্যানের সার্বিক দায়িত্ব ও ক্ষমতা দেওয়া হয় আমিনুল ইসলাম সুজনকে। এসময় প্রয়াত চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহেরের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
উপজেলা পরিষদের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুবুল হাসান, শিক্ষা অফিসার সেলিম মুন্সি, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, দুলালপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাশেদুল ইসলাম বাবু ভ‚ইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান।
এছাড়াও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগ নেতা আলাউদ্দিন রিপন, মশিউল আলম সোহাগ, বিআরডিবির চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহীন খান মেম্বার, রোটারিয়ান কবির আহম্মেদ ভ‚ইয়া, নাসির উদ্দিন বিএসসি, সহকারী শিক্ষক আবু হানিফ সরকার, গোলজার হোসেন মাষ্টার ও কাজী রফিকুল ইসলাম মাস্টারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করায় আমিনুল ইসলাম সুজনকে উপজেলা পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।এসময় দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন বলেন,সকলের সহযোগিতায় ব্রাহ্মণপাড়া উপজেলার উন্নয়ন আমরা এগিয়ে নেব।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 27, 2020 1:49 pm by প্রতি সময়