কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার ঘোষিত তফসিলে বলা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাই ১৭ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর, প্রতিক বরাদ্দ ২৪ নভেম্বর, আপিলের শেষ তারিখ ১৮ থেকে ২০ নভেম্বর এবং ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনের তফসিল মঙ্গলবার ৩ নভেম্বর ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের মৃত্যু বরণ করলে পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
এদিকে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে উঠেছেন। আজ বুধবার অনেকেই লবিং শুরু করেছেন।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 4, 2020 7:01 pm by প্রতি সময়