কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সড়কে ১২ঘন্টা ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা পরিষদ।সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত কোন ধরণের ভারী যানবাহন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করতে পারবে না।যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা পরিষদ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
যানজটমুক্ত ব্রাহ্মণপাড়া গড় উপজেলার দড়িয়ার পাড় এবং মিরপুর বাসস্ট্যান্ডে সাইন বোর্ড ও ব্যারিয়ার স্থাপন করে সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভারী যানবাহনের মধ্যে কাভার্ড ভ্যান, আন্তঃজেলার সকল প্রকার ট্রাক চলাচল নিষেধ করা হয়েছে।যাতে করে দিনের বেলা ও সন্ধ্যারাত পর্যন্তমিরপুর- ব্রাহ্মণপাড়া-কুমিল্লা সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে উপজেলাকে যানজটমুক্ত রাখা যায়৷ইতিমধ্যে দুইটি ব্যারিয়ারে উপজেলা পরিষদের অর্থায়নে লোক নিয়োগ দেয়া হয়েছে৷
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ আবু জাহের ‘প্রতিসময়’কে জানান, আমার নির্বাচনী ইস্তেহারের মধ্যে অন্যতম ছিল-ব্রাহ্মণপাড়া উপজেলাকে যানজটমুক্ত করা। এরি অংশ অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপজেলার ভেতর ভারী যানবাহন চলাচল প্রবেশ সম্পূর্ন নিষেধ করা হয়েছে। আমার পররর্তী কাজ হচ্ছে ব্রাহ্মণপাড়া সদর বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহর ৯৯ নাম সম্বলিত একটি ফলক তৈরী করা। যার কাজ ইতিমধ্যে চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি মহোদয়ের পরামর্শে আধুনিক ব্রাহ্মণপাড়া গড়ে তুলবো।
Last Updated on February 24, 2021 6:57 pm by প্রতি সময়