সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ১৩তম আবর্তনের শিক্ষার্থী মো. তাওহীদ হোসেন সানি ও সাধারণ সম্পাদক হয়েছেন আইসিটি বিভাগের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ১৪তম আবর্তনের শিক্ষার্থী মো. শাহিন মিয়া।
শুক্রবার (১৫ মার্চ) সংগঠনের সদ্য সাবেক সভাপতি রিফাত আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ: শরীফ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন সভাপতি তাওহীদ হোসেন সানি বলেন, শিল্প সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের গুরুত্বপূর্ণ পদে আমাকে মনোনীত করায় সবাইকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। সামনের দিনগুলোতে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য কে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবো সেই প্রত্যাশা করছি এবং সবার সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, বর্তমানে আংশিক কমিটি ঘোষণা করা হলেও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেয়া হয়েছে।
Last Updated on March 15, 2024 10:18 pm by প্রতি সময়