রাতের খাবার সেরেই ৯টার দিকে ঘুমানোর প্রস্তুতি চলছিল।এরমধ্যেই দিনমজুর কাজলের ঘর থেকে আগুনের ধোয়া বেরুতে শুরু করে।মুহুর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর কাজলের ঘর থেকে আগুন ছড়ায় পাশের প্রতিবন্ধী আবু জাহেরের ঘরে। একঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বসত ঘর, দুইটি গাভী গরু, নগদ টাকা, আসবাবপত্রসহ পরিধানের কাপড়চোপড়।
রবিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া নাসিরমান্দের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় রাত দশটার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত কাজলের সাথে কথা বলে জানা যায়, রাতে কীভাবে আগুন লেগেছে সে জানেনা। ঘুমানোর আগে আগুন দেখে ঘরের বাইরে এসে শোর চিৎকার শুরু করে। সে একজন দিন মুজুর৷ মানুষের বাড়িতে কাজ করে আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়ে দুইটি গাভী কিনেছে৷ আগুনে তার থাকার একমাত্র ঘরসহ দুইটি গাভী গরু পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্র, কাপড়চোপড় সবই পুড়ে ছাই হয়ে গেছে৷ আগুনে নি:স্ব হয়ে গছে সে।
কাজলের পাশের ঘরে একই বাড়ির মৃত আঃ জাব্বারের ছেলে প্রতিবন্ধি মোঃ আবু জাহের থাকেন। কাজলের ঘরের আগুন থেকে তার দুইটি বসতঘরও রক্ষা পায়নি। জাহের জানায়, কাজলের ঘরে আগুন লাগার কিছুক্ষন পরে তার ঘরে আগুন ছড়িয়ে পড়ে৷ তার ছেলের বিদেশ যাওয়ার জন্য দেড় লাখ টাকা, তিন ভরি সোনার গয়না, দুইটা ঘরের চারটা কক্ষে ফ্রিজ, আসবাবপত্র, কাপড়-চোপড় সব পুড়ে ছাই হয়ে গেছে।
আকস্মিক এ অগ্নিকান্ডের ঘটনায় ওই দুইটি পরিবার পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার দুইটি স্থানীয় ও প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
Last Updated on April 5, 2021 8:41 pm by প্রতি সময়