শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনাকে ধারন করে এগিয়ে চলছে দৈনিক আজকের দর্পণ #:কুমিল্লায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কী এবং কেন উসাবের নেতৃত্বে অন্তর ও জাবেদ অস্ত্র গুলিসহ ঠাকুরপাড়া মুরাদপুর ও চর্থার চার যুবক গ্রেফতার শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে : অর্থমন্ত্রী চট্টগ্রামে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে বর্ণাঢ্য জশনে জুলুস # ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন একটি শ্রেষ্ঠ ইবাদত তাল গাছে উঠে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল শ্রমিকের লাকসামে ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন শিক্ষক   দাউদকান্দিতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় চারজন গ্রেফতার কুমিল্লা নগরীতে বসুন্ধরা ও কিউর ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে চার লাখ টাকা জরিমানা বিদেশি পিস্তলসহ সদর দক্ষিণের বুলেট গ্রেফতার বুড়িচংয়ে অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইন বিছিন্ন চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো মাদরাসা ছাত্রের লাশ হাজিরা দিলেন রিজভী, খালেদা জিয়ার অনুপস্থিতে পেছালো চার্জ গঠনের তারিখ প্রাথমিক শিক্ষাস্তরে শিক্ষকের ভূমিকা অপরিসীম চান্দিনায় কথিত চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড নাঙ্গলকোটে অভিযানের খবর শুনে সড়ক থেকে লাপাত্তা অবৈধ সিএনজি অটোরিকশা বরুড়ার কৃষক সাত্তার হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ২৪ জনের নামে মামলা টেকসই কর্মজীবনের জন্য নিজেকে যোগ্য করার উপায় বের করতে হবে : কুবি উপাচার্য

ভারতের চার গুণী সাংবাদিককে সংবর্ধনা দিলো কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ দেখা হয়েছে

সমতটের প্রাচীন রাজধানী, খাদি, মৃৎশিল্প ও প্রত্নতত্ত্ব সমৃদ্ধ শিক্ষা সংস্কৃতির পাদপীঠ কুমিল্লায় ভারতের ত্রিপুরা রাজ্যের চার সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কুমিল্লা প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

 

সংবর্ধিত অতিথিরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, স্যন্দন পত্রিকা এবং টিভির পরিচালক অরিন্দম দে, বিশিষ্ট সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মী অমিত ভৌমিক, বিশিষ্ট বাচিক শিল্পী শাওলী রায়।

 

 

সংবর্ধিত অতিথিরা বক্তব্যে বলেন, মা, মাটি, মাতৃভাষার গুরুত্ব সবকিছুর ঊর্ধ্বে। কুমিল্লার সঙ্গে ভারতের ত্রিপুরার মানুষদের নিবিড় সম্পর্ক, কৃষ্টি, সংস্কৃতি, অস্তিত্ব, শেকড় অস্বীকার করা যায়না। প্রাচীন কুমিল্লা তথা ত্রিপুরার সংবাদপত্রগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দের প্রতীক হয়ে। আমরা তাদেরই উত্তরসূরী। এপার ওপার বাংলার এ সম্পর্ক চিরদিন অটুট থাকবে, অটুট রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।

 

 

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সাবেক সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় এবং সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু মুছার তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক মীর শাহ আলম, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল।

 

 

উপস্থিত ছিলেন- কবি নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক আল আমিন, সাংবাদিক মাহবুব আলম বাবু, সৈয়দ আহমেদ লাভলু, এনকে রিপন, মারুফ আহমেদ কল্প, জেলার বুড়িচং এবং মুরাদনগর প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

 

 

পরে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কুমিল্লায় আগত সাংবাদিকরা।

 

 

এর আগে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী পরিষদ।

 

 

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাদিক হোসেন মামুন ও সঙ্গীত পরিবেশন করেন সৈয়দা মিলি।

Last Updated on September 19, 2022 1:17 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102