বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় ভারতের সাথে বাংলাদেশের ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে।এর মধ্যে গোগা, কায়বা, পুটখালী, দৌলতপুর, সাদিপুর, গাতিপাড়া ও রঘুনাথপুর ও শিকারপুর, শালকোনা, কাশিপুর, ঘিবা, রঘুনাথপুর, বাহাদুরপুর, সাতমাইল, বাগাআঁচড়া, বাগুড়ি উল্লেখযোগ্য। এসব সীমান্ত পথে চলে স্বর্ণসহ মূল্যবান পণ্যের চোরাচালান।তবে ইদনিং ভারতে স্বর্ণ পাচার বেড়ে গেছে।যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বন্ধ হচ্ছে না স্বর্ণ চোরাচালান।ঢাকা থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় স্বর্ণ চোরাকারবারিরা এই সীমান্ত নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছেন।
# চোরাকারবারিসহ সোমবার (২১ ডিসেম্বর) ২০টি এবং ১৫ ডিসেম্বর ২৪টি স্বর্ণের বার আটক করা হয়। ছবি: সংগৃহিত।
গত ১৭ দিনে যশোরের সীমান্ত এলাকা থেকে ১০৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।এরমধ্যে সোমবার (২১ ডিসেম্বর) সকালে যশোর শহরের পৌর পার্ক এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে।এনিয়ে গত ১৭ দিনে যশোর বিজিবি ১০৪টি স্বর্ণের বার উদ্ধার করে।যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা গণমাধ্যমকে জানান, ‘সোমবার (২১ ডিসেম্বর) সকালে বিজিবি সদস্যরা যশোর পৌরপার্কের সামনে ইমাদুল হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেন।আটকের পর দেহ তল্লাশি করে গেঞ্জির ভিতরে কোমরে লুকানো অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।২০টি বারের ওজন দুই কেজি ৩৩৪ গ্রাম। এর আনুমানিক মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা। আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।’
# ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা ।ফাইলফটো।
লে. কর্নেল মো. সেলিম রেজা আরও জানান, ‘গত ১৭ দিনে যশোর বিজিবি সীমান্ত এলাকা থেকে ১০৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে।গত ৪ ডিসেম্বর যশোরের চৌগাছার সীমান্তবর্তী শাহজাদপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক চার কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন সাত কেজি।এছাড়া গত ১৫ ডিসেম্বর বিকেলে বেনাপোলে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বারসহ এক চোরকারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত বারের আনুমানিক মূল্য এক কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা।সবমিলিয়ে উদ্ধারকৃত ১০৪টি স্বর্ণের বারের মূল্য ৭ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা।স্বর্ণ চোরাচালান প্রতিরোধে যশোর বিজিবি সক্রিয় রয়েছে। ’
যশোর বিজিবি জানায়, বেনাপোলের একটি চক্র যশোরে এসে স্বর্ণের বার নিয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার করে থাকে।ইমাদুল এ চক্রের সদস্য।ইমাদুল যশোরে এসেছিলেন স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোলে নিয়ে যাওয়ার জন্য।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন ভিডিও নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on December 21, 2020 6:26 pm by প্রতি সময়