-আইসোলেশন ইউনিটের রেডজোনে বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা" />
করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটের রেডজোনে চিকিৎসাধীন রয়েছেন ভারতফেরত চুয়াডাঙ্গার সিনেমা হল পাড়ার আব্দুস সালাম (৫১)।
বুধবার (২৮ এপ্রিল) করোনা শনাক্ত হওয়ার পর তাকে রেডজোনে বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত রোববার যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরে চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ার নিজবাড়িতে ওঠেন আব্দুস সালাম। পরিবারের সদস্যদের সঙ্গে একদিন অবস্থানও করেন। পরে সোমবার রাতে বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় শহর জুড়ে। পরে জেলা প্রশাসনের নির্দেশে পুলিশ সদস্যরা ওই রাতেই করোনা আক্রান্ত আব্দুস সালামকে তার বাড়ি থেকে নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করেন।
স্বাস্থ্য বিভাগ ও পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহরের সিনেমা হল পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুস সালাম গত ১ এপ্রিল ব্যবসায়িক কাজে ভারতে যান। টানা ২২ দিন ভারতের দিল্লি, পাঞ্জাব ও কলকাতাসহ কয়েকটি রাজ্য ভ্রমণ করেন। এরই মধ্যে গত ১৯ এপ্রিল রাতে শরীরে হালকা ব্যথা অনুভব করেন। একদিন পর গলাব্যথা ও কাশি শুরু হয়। পরদিন আব্দুস সালাম ভারতের কোলকাতার পিসিআর ল্যাবে নমুনা দেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন আব্দুস সালাম। বিষয়টি গোপন করে তিনি পরদিন শনাক্তরত অবস্থায় পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোলে প্রবেশ করেন। সেখানে নাম- পরিচয় গোপন করে কোয়ারেন্টাইন না মেনে চলে আসেন নিজ বাড়ি চুয়াডাঙ্গার সিনেমা হল পাড়ায়।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।এরই মধ্যে ভয়াবহ কয়েকটি ধরনও শনাক্ত হয়েছে ওই দেশে। এজন্য ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে দেশে ফেরার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা। চিকিৎসকরা জানিয়েছেন, ভারতফেরত ওই ব্যক্তির শরীরে যদি ভারতের করোনার এই ধরনের (ভ্যারিয়েন্ট) জীবাণু থাকে তাহলে বড় বিপদে পড়তে হবে। কারণ তিনি কোয়ারেন্টাইন না মেনে ২৪ ঘণ্টা বাড়িতে অবস্থান করেছেন। সাধারণ অন্য মানুষের সঙ্গে চলাফেরা করেছেন, স্বাস্থ্য বিভাগকে ভাবিয়ে তুলছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ভারতে আক্রান্ত কোন ধরনের করোনাভাইরাসের উপস্থিতি আব্দুস সালামের শরীরে আছে তা নিয়ে পর্যালোচনা চলছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on April 30, 2021 4:21 pm by প্রতি সময়