# রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত" />
বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজের সহযোগিতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
সভাপতিত্ব করেন রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সোলায়মান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মা, মাতৃভাষা ও মাতৃভূমিকে শ্রদ্ধা জানিয়ে সুন্দর ও শুদ্ধ করে বাংলা ভাষা বলা ও বুঝার জন্য এই ভাষা প্রতিযোগিতার আয়োজন। আমাদের বাংলা ভাষা ও দেশ একই সূত্রে গাথা। দেশের প্রতি ভালোবাসা শুরু হয় ভাষার প্রতি ভালোবাসা থেকে। বাংলা ভাষা ভালো করে না জানলে কোনো ভাষাই ভালো করে শিখা যাবে না।
রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আবুল হাশেম মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও কুমিল্লা আইডিয়াল কলেজের বাংলা বিভাগের প্রভাষক শারমিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক নাহিন আক্তার।
ভাষা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন হাফছা বিনতে সাখাওয়াত, সুমাইয়া আক্তার, উমাইয়া কুলসুম জুহানী, সুইটি আক্তার, ইসরাত জাহান, সাদিয়া মাহি, জান্নাতুল ইসলাম, মাইমোনা আক্তার, জান্নাতুল নূর হিরা।
বিজয়ী প্রত্যেকে পুরষ্কার হিসেবে ভাষার বই প্রদান করা হয়। এছাড়াও ভাষা প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
Last Updated on January 30, 2024 5:45 pm by প্রতি সময়