কুমিল্লা সিটিকরপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেছেন, সিটি করপোরেশন এবারেও নগরীতে নির্দিষ্ট বয়সের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজটি সাফল্যের সাথে সম্পন্ন করবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ক্যাম্পেইন কার্যক্রম মনিটরিং ব্যবস্থা থাকবে। সিটি করপোরেশন এই যে কাজটি করে আসছে এটি অনেক কঠিন কাজ। আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে মায়ের কোলে শিশুকে টিকা খাওয়াচ্ছি। আমি বিনয়ের সাথে বলবো, কোন অভিভাবক তার অসুস্থ শিশু সন্তানকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য কেন্দ্রে নিয়ে আসবেন না। আর ভিটামিন এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই। কারণ মানুষ অনেক বেশি সচেতন।
বুধবার বিকেলে নগর ভবনের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।
প্রেস ব্রিফিংয়ে কুসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইয়া জানান, রবিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১০৫টি কেন্দ্রে ৫৫ হাজারের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষনপ্রাপ্ত ২১০ জন স্বেচ্ছাসেবক ও ৫৪জন সুপারভাইজর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী দেবনাথ জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সুস্থ সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি করপোরেশনের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের সহযোগী সংস্থার মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক শিক্ষক বিভাগ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারী ক্লাব, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি, বিডি ক্লিনিক কুমিল্লা।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, মেডিকেল টেকনোলজিষ্ট জহিরুল ইসলামসহ কুসিকের স্বাস্থ্য বিভাগের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Last Updated on June 14, 2023 8:41 pm by প্রতি সময়