রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরুড়ায় প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থী পেল আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি কুমিল্লা নগর আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতে নিরন্তর প্রয়াস চালিয়ে গেছেন আলতাফ হোসেন : কুমিল্লায় স্মরণ সভায় বক্তারা নিমসার সবজি বাজার ঘিরে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা মুরাদনগরে পলিথিন ব্যাগের বিপণন ও ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচারণা কুবির উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নেতৃত্বে নাঈম-নয়ন শুক্র ও শনিবার শিক্ষার্থীদের পরিবহন সেবা দিবে কুবি প্রশাসন দাউদকান্দিতে বিদেশী পিস্তলসহ এক যুবক গ্রেফতার র‍্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত দাউদকান্দিতে গ্রেফতার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট বন্টনসহ নীতিমালা প্রকাশ  কুমিল্লার দেবিদ্বারে বাস-ট্রাক-লরির ত্রিমুখি সংঘর্ষে অন্তত ৩০জন আহত আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন অনুষ্ঠিত #বিশ্বজোড়া তরিক্বতের কালজয়ী পথিকৃৎ খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) -মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.) যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিল্লাল গ্রেফতার লাকসামে স্বামীর সঙ্গে ঝগড়া, অতঃপর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা টাউনহলের মাঠজুড়ে বিপ্লবী শিক্ষার্থীদের গ্রাফিতি # শিক্ষার্থীদের শিল্পকর্ম নতুন বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের স্বাক্ষী প্রাইভেটকারের ডিকিতে ৮০ কেজি গাঁজা, হাইওয়ে পুলিশের হাতে একজন আটক ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে অসুস্থ শিশুকে নিয়ে কেন্দ্রে আসবেন না : কুসিক মেয়র

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১২৩ দেখা হয়েছে

কুমিল্লা সিটিকরপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেছেন, সিটি করপোরেশন এবারেও নগরীতে নির্দিষ্ট বয়সের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজটি সাফল্যের সাথে সম্পন্ন করবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে ক্যাম্পেইন কার্যক্রম মনিটরিং ব্যবস্থা থাকবে। সিটি করপোরেশন এই যে কাজটি করে আসছে এটি অনেক কঠিন কাজ। আমরা অত্যন্ত দায়িত্বশীলতার  সাথে মায়ের কোলে শিশুকে টিকা খাওয়াচ্ছি। আমি বিনয়ের সাথে বলবো, কোন অভিভাবক তার অসুস্থ শিশু সন্তানকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য কেন্দ্রে নিয়ে আসবেন না। আর ভিটামিন এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই। কারণ মানুষ অনেক বেশি সচেতন।

 

বুধবার বিকেলে নগর ভবনের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

 

প্রেস ব্রিফিংয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।

 

প্রেস ব্রিফিংয়ে কুসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইয়া জানান, রবিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১০৫টি কেন্দ্রে ৫৫ হাজারের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষনপ্রাপ্ত ২১০ জন স্বেচ্ছাসেবক ও ৫৪জন সুপারভাইজর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

 

প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী দেবনাথ জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সুস্থ সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি করপোরেশনের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের সহযোগী সংস্থার মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক শিক্ষক বিভাগ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক, রোটারী ক্লাব, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটি, বিডি ক্লিনিক কুমিল্লা।

 

প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, মেডিকেল টেকনোলজিষ্ট জহিরুল ইসলামসহ কুসিকের স্বাস্থ্য বিভাগের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Last Updated on June 14, 2023 8:41 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102