কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেছেন, সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই। বেশ কয়েক বছরে প্রমাণিত হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্ট এবং মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্ত সৃষ্টির হীনউদ্দেশ্যেই একটি চক্র ইতিপূর্বে বিভিন্নভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে অপপ্রচারে মেতে উঠেছিল। মানুষ এখন অনেক সচেতন। তারপরও আমি বলবো সামনে জাতীয় নির্বাচন, এ সময়ে বিভিন্ন চক্র ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন বাধাগ্রস্ত করতে গুজব ছড়াতে পারে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোকে কেন্দ্র করে কেউ কোন গুজবে কান দিবেন না। যেকোন প্রয়োজনে আমাদেরকে জানাবেন। দেশের জাতীয় এই ক্যাম্পেইনকে আমরা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবো।
রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এসব কথা বলেন।
এসময় সিভিল সার্জন আরও বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে জেলার ১৭ উপজেলাসহ সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের ৪ হাজার ৯৩২টি কেন্দ্রে ৯ হাজার ৮৬৪ জন প্রশিক্ষনপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও মাঠকর্মীর মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সুস্থ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দায়িত্বশীলতার সাথে খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এ জন্য শিশুদেরকে সুস্থ রাখতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
ওরিয়েন্টেশন কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান, ডা. জাকি উদ্দিন ও ডা. হুমায়ারা তাবাসসুম।
Last Updated on December 10, 2023 8:07 pm by প্রতি সময়