কুমিল্লায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে রবিবার ২নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবীল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ সাহা শুভ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক শিকদার, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Last Updated on June 18, 2023 8:44 pm by প্রতি সময়