কর প্রদানের ওপর গুরুত্বারোপ করে কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, এই প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে বছরে কর আদায় করে মাত্র ৪ কোটি টাকা।যেখানে লাকসাম পৌরসভার মতো একটি প্রতিষ্ঠান বছরে ৯ কোটি টাকা কর আদায় করে, সেখানে কুমিল্লা সিটি করপোরেশনের কর আদায়ের পরিমাণ শুনে স্থানীয় সরকার মন্ত্রী বিষয়টিতে হতাশা প্রকাশ করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে অতিন্দ্র মোহন রায় মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নগরীর ৫০টি কেন্দ্রে দুইদিন করে ৬ মাস বয়সী থেকে ৫ বছর বয়সী প্রায় ৫৫ হাজার শিশুকে নীল ও লাল রঙ্ঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও সিটি করপোরেশনের নগর ভবন, সদর হাসপাতাল ও শিশুমঙ্গল নামে পরিচিত রাজদেবী মা ও শিশু হাসপাতালে দুই সপ্তাহ ব্যাপী ক্যাম্পেইনের আটদিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য মেয়র মনিরুল হক সাক্কু গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রধান স্থাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল অফিসার চন্দনা রাণী দেবনাথ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলাম।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on September 30, 2020 1:07 pm by প্রতি সময়