কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই জোরপুল থেকে কান্দুঘর মাধবপুর সড়কের মাঝে রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সড়কের এই দুরবস্থা ঘিরে ভোগান্তি পিছু ছাড়ছে না স্থানীয় বাসিন্দাদের। বেশ কয়েক বছর ধরেই এই ভোগান্তিকে সঙ্গী করেই চলাচল করছে এলাকার লোকজন।
ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের সিদলাই, মাধবপুর ইউনিয়নের কান্দুঘর, ঘাগরাকাটা, রাজাবাড়ি, নুনআটি, মাধবপুর, মিরপুর এবং দেবিদ্বার উপজেলার সংসাইল, বড়সালঘর, ছোট সালঘর, প্রজাপ্রতি সহ প্রায় দশ গ্রামের মানুষ এ সড়কে চলাচল করে।
রাস্তার এমন অবস্থা সৃষ্টি হয়েছে সিএনজি, অটোরিকশা, পিকাবভ্যান, মিনিট্রাক ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। ছোট বড় দুর্ঘটনাও ঘটছে এই সড়কে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের কোন উদ্যোগ নেই। পথচারী ও যানবাহন চালকদের কাছে ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটি।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, এই সড়কটি নিয়ে আমি উপজেলা সমন্বয় কমিটিতে কথা বলেছি। সড়কটি সংস্কারের বিষয়ে অচিরেই টেন্ডার হবে বলে সমন্বয় কমিটিতে আশ্বস্ত করা হয়েছে।
Last Updated on June 5, 2023 10:19 pm by প্রতি সময়