কুরবানির ঈদকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে ফের জলদস্যুতার ঘটনা শুরু হয়েছে। জলদস্যুরা জেলেদের আটকে মুক্তিপণ আদায় করে থাকে।
রবিবার রাতে ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ শিকারের সময় ৫ জেলেকে অপহরণ করে একটি সংঘবদ্ধ জলদস্যু দল। এসময় তারা ট্রলারের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে মুক্তিপন দিয়ে অপহৃত জেলেরা ছাড়া পান।
অপহৃত জেলের আড়তদার সুত্রে জানা যায়, প্রতিদিনের মত শশীগঞ্জ স্লুইজঘাট এলাকার হারুন মাঝি, রুবেল মাঝি, শরীফ মাঝি, মাকসুদ মাঝি, নকিব মাঝি ও সফু মাঝি রবিবার রাতে মেঘনার বিভিন্ন এলাকায় মাছ শিকারের জন্য জাল ফেলে।
পরে গভীর রাতে মাছ ধরারত অবস্থায় ৬টি জেলে ট্রলারে অতর্কিত হামলা চালায় জলদস্যুরা। এ সময় জাল, মাছ, নগদ টাকা, মোবাইল, সোলারসহ মাকসুদ মাঝি, হারুন মাঝি, নকিব মাঝি, সফু মাঝি, রুবেল মাঝি নামের ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
পরে অপহৃত জেলেদের মোবাইল ফোনে তাদের আত্নীয়-স্বজনের সাথে কথা বলে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপন নিয়ে সোমবার ভোরে বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু স্লুইজঘাটের দক্ষিণ পাশে ৫ জেলেকে নামিয়ে দেয়।
আড়তদার আলমগীর দর্জি জানান, ঈদকে সামনে রেখে মেঘনায় কয়েকটি জলদস্যু দল সক্রিয় রয়েছে। যে কারণে জেলে ও মৎস্য আড়তদাদের মাঝে আতংক বিরাজ করছে। ঈদ পর্যন্ত জেলেদের মেঘনায় মাছ ধরা নিরাপদ করতে প্রশাসনের তৎপরতা বাড়ানো হোক।
তজুমদ্দিনের কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুলতান জানান, আমরা নিয়মিত মেঘনায় পেট্টোল ডিউটি করি। গভীর রাতে মেঘনায় জেলে ট্রলারে ডাকাতির ঘটনা শুনে অভিযান অব্যাহত রেখেছি।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, ডাকাতির ঘটনাটি শুনেছি। তবে তজুমদ্দিনের মেঘনা কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 12, 2021 4:56 pm by প্রতি সময়