দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।
রোববার (১৯ নভেম্বর) দুপুরের দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে শনিবার (১৮ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুমিল্লা-৬ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এমপি বাহার।
কুমিল্লা-৬ আসনটিতে ১৯৭৩ সালের পর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম জয় ছিনিয়ে আনেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। সর্বশেষ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন, দলের নেতাকর্মী ও কুমিল্লার সাধারণ জনগণ আমার পক্ষে আছেন। আগামী নির্বাচনের জন্য আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি। এ আসনটি আবারও জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সক্ষম হবো ইনশাল্লাহ।
প্রসঙ্গত, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সদর উপজেলার ৬ ইউনিয়ন ও মহানগর আওয়ামী লীগের ২৭ টি ওয়ার্ড কমিটি নতুন করে ঢেলে সাজিয়েছেন এমপি আ ক ম বাহাউদ্দিন। দলের নেতাকর্মীরা বলছেন, আগামী নির্বাচনেও কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আ ক ম বাহাউদ্দিন বাহারের বিকল্প নেই।
Last Updated on November 19, 2023 7:41 pm by প্রতি সময়