মনোমুগ্ধকর আয়োজনে এমএসবি ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি-এমআইএফটি ও কুমিল্লা আইডিয়াল কলেজের যৌথ উদ্যোগে ক্যারিয়ার গাইডেন্স সেমিনার, আলোচনা সভা ও কালচারাল ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএফটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রোটারিয়ান অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমল্যান্ড জিন্স প্রেসেসিংয়ের চেয়ারম্যান মো. শাহ জাহান, কুমিল্লা আইডিয়াল কলেজ সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক(জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃর্পক্ষ) এমরান হোসাইন, নাসা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন বুলবুল, নাসা গ্রুপের জেনারেল ম্যানাজার মোহাম্মদ মোনতাকিম হোসাইন।
এমআইএফটির পরিচালক মো. হাসানুজ্জামান হাসনাত ও ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে গান গেয়ে মাতিয়ে রাখেন দেশবরণ্যে সঙ্গীত শিল্পি ওবাদুল্লাহ তারেক।
মনোমুগ্ধকর কৌতুক উপস্থাপন করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা নাসির উদ্দিন। এছাড়াও ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজী কুমিল্লার শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে নাচ, গানসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, মো. আদনান ছাত্তার মজুমদার, মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, মো. নাজমুল হোসাইন খান, মোহাম্মদ মনির হোসেন, জাবেদ হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, মো. আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা আইডিয়াল কলেজের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
Last Updated on July 23, 2023 11:13 pm by প্রতি সময়