সিঁধ কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র চুরি করার সময় গৃহকর্ত্রী টের পাওয়ায় তাকে ছুরিকাঘাতে খুন করার দায়ে সিঁধকাটা চোর আরাফাত হোসেন দিদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার (৩০ মে) কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আরাফাত হোসেন দিদার কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের আবুল হাসেমের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি এডভোকেট মোঃ জাকির হোসেন জানান, ২০১৪ সালের ১৭ জুন দিবাগত রাত ২টায় আরাফাত হোসেন দিদার কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামে শিউলি বেগমের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় চুরি করার নড়াচড়ার শব্দ পেয়ে শিউলি বেগমের ঘুম ভেঙে যায়। তিনি চুরির ঘটনা দেখে ফেলায় চোর আরাফাত হোসেন দিদার শিউলি বেগমের গলায় ধারালো ছুরিকাঘাত করে স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
শিউলির চিৎকারে স্বজনরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে সকাল সাতটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ থানায় মামলা হওয়ার পর সিঁধকাটা চোর ও খুনি আরাফাত হোসেন দিদারকে পুলিশ প্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করে। পরবর্তীতে আসামির বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।
মামলায় রাষ্ট্রপক্ষে ১৪জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি শেষে আসামি আরাফাত হোসেন দিদারকে আদালত যাবজ্জীবন কারাদন্ড দেয়।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আরাফাত হোসেন দিদার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
Last Updated on May 30, 2024 8:02 pm by প্রতি সময়