কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষনা উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়।
সমাবেশে শিশুদের ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের বিষয়ে গুরুত্বারোপ, পিছিয়ে থাকা ও স্কুল বিমূখ শিক্ষার্থীদের স্কুলমুখীকরন, নিয়মিত উপস্থিতি, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুল গাফফার সুমন।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ রুহুল আমীন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এনামুল কবির, মর্জিনা আক্তার মুন্নি, খাদিজা আক্তার, রীতা রাণী দাস, বিদ্যালয়ের শিক্ষক রোকেয়া বেগম, ঝর্ণা আক্তার, রাশেদা আক্তার, মজিবুল ইসলাম, হাবিবা আক্তার, সানজিদা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম।
Last Updated on December 18, 2023 7:38 pm by প্রতি সময়