‘আমাদের সেবিকা,আমাদের ভবিষ্যত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ময়নামতি মেডিকেল কলেজ সভা কক্ষে কলেজ অধ্যক্ষ অধ্যাপক কাজী আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান নারী নেত্রী ও বিশিষ্ট সমাজ সেবক মেহেরুন্নেছা বাহার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সেবিকাগন যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করতেন, হাসপাতালের অসুস্থ মানুষগুলো সুস্থ জীবন প্রাপ্তিতে কঠিন হয়ে যেত।একজন চিকিৎসকের পাশাপাশি একজন সেবিকা বা নার্সের ভুমিকা অনস্বীকার্য। তাই নার্সদের যথাযথ সম্মান করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ময়নামতি মেডিকেল কলেজের ব্যাবস্থাপনা পরিচালক ডা.আবদুল বাকি আনিছ, উপাধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা.নাজমুস সাদাত, হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, ডা. মো.রাকিবুল ইসলাম প্রমুখ।
Last Updated on May 13, 2023 9:09 pm by প্রতি সময়