রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণপাড়ায় গার্মেন্টস ব্যবসায়ী খুন কুমিল্লা নগরীতে নিষিদ্ধ পলিথিনের খুঁজে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মুরাদনগরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্রের পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন সাবেক এমপি কায়কোবাদ জামায়াতকে শেষ করতে গিয়ে ষড়যন্ত্রকারীরা নিজেরা শেষ হয়ে গেছে : সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ‘আমার মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরেছিল, পরে দলটি একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল’ দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন দেবিদ্বারে অপহরণ ও ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ দেশ নিয়ে ষড়যন্ত্র করলে রুখে দেবে ছাত্র জনতা : কুমিল্লায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল কুমিল্লায় ছোট ভাইকে বাঁচাতে ডোবার পানিতে ডুবে বড় বোনের মৃত্যু মুরাদনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা বরুড়ার ড. নেয়ামত উল্যা ভূঁইয়া পরিকল্পনা কমিশনের সদস্য মধ্যস্বত্বভোগীদের জালে দেশের দ্বিতীয় বৃহত্তম কুমিল্লার নিমসারের সবজিবাজার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই কিশোরের লাশ উত্তোলন দেশের দ্বিতীয় বৃহত্তম কৃষিপণ্য বাজার নিমসারে খাজনা ও টোল আদায় স্থগিত মুরাদনগরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ছুটির দিনও ন্যাশনাল ব্যাংক কুমিল্লা শাখা খোলা রেখে গ্রাহকের টাকা গ্রহণ করেছে বিএনপি পালিয়ে যাওয়ার দল নয় : স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ ৩৪৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বিজিডিসিএল, ৭ কোটি ৪০ লক্ষাধিক টাকা বকেয়া আদায়

ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদের বরণ-বিদায় অনুষ্ঠান

তুষার ইমরান, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদ’র উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি মোঃ জিয়াউল হক উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আলম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম কুবির আইসিটি বিভাগের প্রভাষক আলিমুল রাজী।

 

অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের নবীন শিক্ষার্থী দেলোয়ার হোসেন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আজ আমি আমার এলাকার মানুষদের একসাথে পেয়ে আমি অনেক আনন্দিত ও গর্বিত। আজ আমার মন ভরে গেছে সবার সাথে মিলিত হতে পেরে।

 

বিদায়ী শিক্ষার্থী গোলাম কিবরিয়া বলেন, আমাদের মূল উৎস ব্রহ্মপুত্রের শীতলতা ও প্রান্তিক দিক। নবীন শিক্ষার্থীদের ভালো কিছুর সাথে পরিচয় হতে হবে। আমাদের বাবা মায়ের লক্ষ্য হচ্ছে আমাদের সফল জায়গায় দেখা। তাই ভালো বন্ধুবান্ধব নির্বাচন করতে হবে যাতে আমার আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।

 

ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লার দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম বলেন, আমাদের যোগ্যভাবে গড়ে উঠতে হলে সেল্ফ ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। আমাদের সবচেয়ে ভালো জায়গায় যেতে হবে। এলাকার ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের এগিয়ে রাখবে।

 

ময়মনসিংহ কল্যাণ সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান আলম বলেন, আমি আশা করি ময়মনসিংহের নাম তোমরা উজ্জ্বল করবে। ময়মনসিংহের বিস্তৃত অনেক বড়। শেকড়ের টান আমরা কখনো ভুলতে পারবো না। তোমরা ভালো জায়গায় গেলে আমাদের দেখতে ভালো লাগবে। আমরা পরিচয় দিতে পারবো।

 

আইসিটি বিভাগের প্রভাষক আলিমুল রাজি বলেন, আমাদের নিজেদের অস্তিত্বের জায়গা থেকে এক হওয়া উচিত। নাহয় আমাদের অস্তিত্ব থাকবে না। এক-শূন্যে যেমন দশ বানানো যায় তেমনি আমরা ধীরে ধীরে অনেক বড় হতে পারি। আমাদের সবার মুখের ভাষা এক। তাই আমরা সবাইকে নিয়ে মিলে মিশে থাকবো। তাহলে আমরা এরচেয়ে আরও বড় পরিসরে প্রোগ্রাম আয়োজন করতে পারবো। আমাদের ভালো জায়গায় যেতে হলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পত্রিকা পড়া ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিতে দক্ষতা বাড়াতে হবে।

Last Updated on February 1, 2024 9:48 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102