ডা. মল্লিকা বিশ্বাস
হৃদয়ের উৎসবে মেতেছি আমরা
হৃদয় অমূল্য জানি যে আমরা।
একটি দেহে আছে একটি হৃদয়
সুস্থ দেহে চাই সুস্থ হৃদয়
এই শপথে মোরা করি বিশ্ব জয়
হৃদয়ের যত্নে পণ করি আমরা।
পরিমিত তাজা সুষম আহার
নিয়মিত কায়িক শ্রম অভ্যাস যাহার
রক্তচাপ মধুমেহ নিয়ন্ত্রিত যার
দুঃশ্চিন্তা ও চাপমুক্ত জীবন যাহার
তার দেহে হৃদপিণ্ড রবে জানি সুস্থ
জীবনধারা পরিবর্তনে হবেন অভ্যস্ত
হৃদয়কে ভালোবেসে সেবা করি আমরা।
হৃদয় দিয়ে সকলেই হার্টকে জানুন
হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার
সঙ্গেই থাকুন
হৃদয়কে ভালোবেসে কাজ করি আমরা।
Last Updated on September 28, 2023 10:53 pm by প্রতি সময়