বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের বিপক্ষে এবং অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির নেতৃত্বে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে একটি শান্তি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকা থেকে আওয়ামী লীগের খন্ড খন্ড মিছিল এসে কান্দিরপাড় জড়ো হয়। পরে হরতাল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর থেকে নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়, টমছম ব্রীজ, শাসনগাছা, চকবাজার সহ নগরীর মোড়ে মোড়ে দিনব্যাপী অবস্থান করেছে মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপির ডাকা হরতালের বিপক্ষে এবং অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার সকাল থেকে নগরীর প্রতিটি ওয়ার্ড এলাকায় অবস্থান নেয় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা। পরে মিছিল সহকারে কান্দিরপাড়ে এসে সমবেত হয়।
এসময় পূবালী চত্বরে হরতাল বিরোধী সমাবেশে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা -৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, হরতালের নামে শান্তির কুমিল্লায় কেউ অশান্তির চেষ্টা করলে মোকাবেলা করা হবে। জনগণের নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা রাজপথে থেকে কাজ করবে। কোন অবস্থাতেই বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না।
এদিকে সকালে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আনিসুর রহমান ভূইয়া, মহানগর কৃষক লীগের যুগ্ম আহবায়ক কাজী সোহেল হায়দার, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ সোহেল প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সৈয়দ নুরুর রহমান।
Last Updated on October 29, 2023 7:14 pm by প্রতি সময়