
অজ্ঞাত গাড়ির চাপায় কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোরকানন এলাকায় চট্টগ্রামমুখী লেনে বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লেনে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জোরকানন এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। নিহত মোটরসাইকেল আরোহীদের একজনের পকেটে রক্ষিত আইডি কার্ড থেকে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হলো শাকিল হোসেন (২২), পিতা মোঃ সালাম, সরাই জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।