ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চালাচ্ছিলেন বড় ভাই।পাশে হেলপার হিসেবে ছিলেন ছোট ভাই। এসময় আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কা খেয়ে প্রাণ হারান দুজনই।
শুক্রবার (২১ জুলাই) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলা কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কাভার্ডভ্যান চালক আজিজুল হক (৩৪) ও হেলপার রবিউল হক (২৩)। তারা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানকে অপর একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের চালক ও হেলপার (দুই ভাই) ভেতরে আটকে যান। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানে আটকে থাকা চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। নিহত দুই ভাইয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Last Updated on July 21, 2023 4:28 pm by প্রতি সময়