ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম কোরপাই এলাকার ট্রাক টার্মিনালের সামনের পুকুর থেকে মঙ্গলবার বিকালে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, ওই পুকুরে লাশ ভাসছে স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তিনি মারা গেছেন। এঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হাসান ও পিবি আই এর ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে নিমসার বাজারের ব্যবসায়ী এম মামুন, রিকশা চালক হাসান আহামেদ সহ আরও অনেকে জানিয়েছেন গত ৩-৪ দিন ধরে তারা বাড়ি আসা যাওয়ার পথে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিকে কোরপাই ট্রাক টার্মিনালের সামনের পুকুরের পানিতে প্রায় দাঁড়িয়ে থাকতে দেখা যেত। এছাড়া স্থানীয় ইউপি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেও তাকে ঘুরাফেরা করতে স্থানীয় লোকজন দেখেছে।
Last Updated on August 29, 2023 7:25 pm by প্রতি সময়