মহাসড়কে ফিটনেসবিহীন কোন ধরনের গাড়ি চলতে পারবে না ও টোকেন বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো.খাইরুল আলম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আইন মেনে চলতে হবে। সড়কে দুর্ঘটনা রোধে দক্ষ চালকের প্রয়োজন।দক্ষ চালক তৈরি হলে আর ড্রাইভিং আইন মেনে চললে সড়কে দুর্ঘটনা কমে যাবে।
শনিবার( ২৩ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আয়োজনে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
হাইওয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, কোন অন্যায়ের কাছে মাথা নত করবেন না। কোন অন্যায় সুযোগ গ্রহণ করবেন না। সড়কে কাউকে অবৈধভাবে চলতে দেওয়া হবেনা। কোন টোকেন বাণিজ্য চলবে না। সড়কে প্রায় সময় গাড়ী উল্টো পথে চলে,গাড়ী উল্টো পথে চলার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেন, সড়ক-মহাসড়ক দুর্ঘটনা মুক্ত হচ্ছে না।প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।১৮ বছরের নীচে কাউকে গাড়ী চালাতে দেবেন না।চালক হেলপারদের হাতেই সড়কে চলাচলকারী মানুষের জীবন। কোন অবস্থাতেই যেন তাদের জীবন শেষ না হয়ে যায়। এজন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পরিবহন চালক ও হেলপার তৈরি করতে হবে এবং দুর্ঘটনা রোধে চালকদেরকে অধিক সচেতন হতে হবে।
পুলিশ সুপার বলেন, সিসি ক্যামেরায় আওতায় থাকবে সড়ক। যেন কোন দূর্ঘটনা ঘটলে কার অন্যায় সেটা বের করতে পারি।
দাউদকান্দি হাইওয়ে থানায় ওসি মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো.রাজিউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি মো.মোজাম্মেল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, দাউদকান্দি হাইওয়ে থানার কমিউনিটি পুলিশের সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, দাউদকান্দি কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
Last Updated on September 23, 2023 6:49 pm by প্রতি সময়