ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে তুলে এক কৃষি কর্মকর্তা ও এক চিকিৎসকের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই শেষে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ফেলে যাওয়ার ঘটনায় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সুমন হাওলাদার। শনিবার রাতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান, কুমিল্লার নাঙ্গলকোর্ট উপজেলার পুটিজলা গ্রামে কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধূরী ও ডাক্তার মোঃ আমানুল ইসলাম গত ১২ জানুয়ারী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে ট্রেনিং শেষে বিকেলে ৫ টায় কুমিল্লা আসার জন্য গাড়ীর অপেক্ষায় থাকে। এসময় তাদের সামনে একটি মাইক্রোবাস দাঁড়ালে ১০০ টাকা জনপ্রতি ভাড়ায় কুমিল্লা আসার জন্য উঠে। মাইক্রোবাসটিকে আগেই চালকসহ আরও ৪জন ছিলো।
গাড়ীটি মহাসড়কের চান্দিনা এলাকায় আসলে পূর্ব থেকে গাড়ীতে থাকা ৪ ছিনতাইকারী তাদের অস্ত্রের মূখে হাত-পা বেঁধে মারধর করতে থাকে। এসময় তাদের মোবাইল ফোন, নগদ টাকা ডেবিট কার্ড ছিনিয়ে নিয়ে মহাসড়কে পাশে হাত-পা বাধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে চলাচলরত লোকজন তাদের উদ্ধার করে। শাহাদাৎ হোসেন একটি মোবাইল ফোন দিয়ে তার একাউন্ড চেক করে দেখতে পান, একাউন্ড থেকে ডেবিট কার্ডের মাধ্যমে ৬০ হাজার টাকা উত্তোলণ করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় অজ্ঞাত ছিনতাইকারীদের নামে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মোঃ রুহুল আমিন জানান, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এক ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
Last Updated on April 30, 2023 4:15 pm by প্রতি সময়