ঈদুল আযহাকে সামনে রেখে যাত্রী পরিবহনে দুরপাল্লার বাস চলাচল শুরুর প্রথম দিনে বৃহস্পতিবার (১৫ জুলাই) দেশের প্রধান জাতীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপ থাকলেও যানচলাচল স্বাভাবিক ছিল। কোথাও কোন যানজট সৃষ্টির খবর পাওয়া যায়নি। সরকারিভাবে লকডাউন শিথিল ঘোষনার পর মহসড়কে যাত্রীবাহী পরিবহন চলাচল শুরু করে।
সরেজমিন ঘুরে মহাসড়কের বিভিন্নস্থান থেকে পাওয়া খবরে জানা যায়, জাতীয় প্রধান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে লকডাউন শিথিলের খবরে যাত্রীবাহী বাসসহ মিনিবাস,মাইক্রোবাস চলাচল মোটামুটি স্বাভাবিক অবস্থায় ছিল। মহাসড়ক হয়ে চলাচলকরা বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাসগুলোর কোন কোনটিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করতে দেখা গেলেও কোন কোনটিতে সেটা না মানার চিত্র দেখা গেছে। লকডাউন শিথিলের প্রথম দিনে যাত্রীবাহী যানবাহন স্বাভাবিক থাকলেও মহাসড়কের কুমিল্লা অংশের চৌদ্দগ্রাম, মিয়াবাজার, চৌয়ারা, পদুয়ারবাজার, নন্দনপুর, ময়নামতি ক্যান্টনমেন্ট, চান্দিনা, ইলিয়টগঞ্জ, গৌরীপুর ও দাউদকান্দিতে যাত্রীদের ভীড় ছিল কম।
মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে রাখতে হাইওয়ে পূর্বাঞ্চল কুমিল্লার পক্ষ থেকে মহাসড়কের দাউদকান্দি,গৌরীপুর,চান্দিনা,ময়নামতি ক্যান্টনমেন্ট, পদুয়ারবাজার, চৌয়ারা, ও চৌদ্দগ্রাম এলাকায় দাউদকান্দি ও ময়নামতি হাইওয়ে থানার পুলিশদের সকাল থেকে মহাসড়কে দায়িত্বপালন করতে দেখা গেছে।
জানতে চাইলে হাইওয়ে পূর্বাঞ্চল কুমিল্লার পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে ১০ টি টিম ছাড়াও ৬টি কুইক রেসপন্স টিম কাজ করছে। কাজের সুবিধার্থে এসময় রেকার, আম্বুলেন্স জরুরী সেবার জন্য রাখা হয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার জেলার মহাসড়কের অংশে যানচলাচল স্বাভাবিক ছিল,কোথাও কোন যানজটের সৃষ্টি হয়নি। আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কের যানজট নিয়ন্ত্রণসহ যাত্রী ও পশুবাহী যানবাহনের নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি।
Last Updated on July 15, 2021 8:50 pm by প্রতি সময়