ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে হালকা যান চালক মালিক সমিতি। কুমিল্লার ইলিয়টগঞ্জে প্রায় এক ঘণ্টা অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকরা ইলিয়টগঞ্জ বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এদিন সকাল ১০টা থেকে মহাসড়কে হালকা যান চালক মালিক সমিতির নেতাকর্মীরা ইলিয়টগঞ্জ বাজার এলাকায় জড়ো হন। পরে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা প্রায় ১২টা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান করে। এ সময় বক্তারা বলেন, মহাসড়কে দীর্ঘদিন ধরে দূরপাল্লার ছোট গাড়িগুলোকে টার্গেট করে ডাকাতি ও ছিনতাই হচ্ছে। ডাকাতের হাতে চালকের মৃত্যু হলেও থামছে না সড়কে নৈরাজ্য। বিশেষ করে যানজটের সময় মহাসড়কে পরিকল্পিতভাবে ডাকাতিতে অংশ নেয় দুর্বৃত্তরা। বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরে গাড়ি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। আমরা এসব থেকে চিরতরে মুক্তি চাই।
কর্মসূচিতে হালকা যান চালক মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি সাগর মাহমুদ টিপু, যুগ্ম-সম্পাদক গোলাম সারোয়ার, কার্যকরী সদস্য সিদ্দিকুর রহমান, বেলাল আহমেদ ও ফয়সালসহ কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন। অভিযোগের প্রতিকারে আশ্বস্ত দিলে হালকা যান চালক মালিক সমিতির নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়। ততক্ষণে মহাসড়কের দুই পাশে প্রায় ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
Last Updated on February 2, 2025 8:13 pm by প্রতি সময়