সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লার অরক্ষিত রেলক্রসিংগুলো যেন মরণফাঁদ কুমিল্লা নামেই বিভাগ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতি, তিনজন গ্রেফতার সাংবাদিক নেকবর হোসেনের পিতার ১১তম মৃত্যুবার্ষিকী আজ দেড়যুগ পর কুমিল্লা স্টেডিয়ামে বেঁজে ওঠলো হৃদয়ছোঁয়া দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মিছিল কুমিল্লা স্টেডিয়ামে ১৮ বছর পর শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার দেশের সকল ক্লান্তিলগ্নে স্কাউটরা নিয়োজিত থাকে : স্কাউটার তৌহিদুল কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ সাতজন নিহত চট্টগ্রামে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে আশেকে রাসূলের ঢল # হেদায়তময় জীবনের ঐশী ঠিকানা খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত : মাননীয় মোর্শেদে আজম কুমিল্লা টাউনহলের এডহকসহ ২টি উপকমিটি গঠন মুরাদনগরে ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ তিতাসে ফসলি জমি থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার স্কাউটিং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ সহযোগিতা করে : প্রফেসর একেএম সেলিম চৌধুরী যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান মুরাদনগরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কুবিতে পিস অ্যান্ড সেইফটি ক্যাফ

মাইজভান্ডারী দর্শনে সন্ত্রাস জঙ্গিবাদ উগ্রবাদ ও ধর্মীয় বাড়াবাড়ির কোনো সুযোগ নেই : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

প্রতিসময় ডেস্ক
  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১০৫ দেখা হয়েছে
ওরশ মাহফিল ও ইসলামী মহা সমাবেশে বক্তব্য রাখছেন বিএসপি চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী (মা.জি.আ.)।

ত্বরীক্বায়ে মাইজভান্ডারীয়ার বৈশ্বিক রূপদানকারী, বিশ্ববরেণ্য সূফীসাধক শায়খুল ইসলাম হযরত গাউছুল ওয়ারা শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী (ক.) এর ১২তম ওরশ শরীফ উপলক্ষে শেষ হয়েছে দুইদিন ব্যাপী ওরশ মাহফিল ও মহা ইসলামী সুন্নি সমাবেশ।

 

শনিবার (১৮ আগষ্ট) দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ওরশ মাহফিল ও মহা ইসলামী সুন্নি সমাবেশ।

 

চট্টগ্রাম ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত ওরশ মাহফিল ও মহা ইসলামী সুন্নি সমাবেশে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন রাহ্বারে শরীয়ত ও ত্বরীক্বত হযরত শাহ্সূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী।

দুইদিন ব্যাপী ওরশ মাহফিল ও মহা ইসলামী সুন্নি সমাবেশের আয়োজনে ছিল বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া।

এ আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া রওজায় গিলাফ চড়ানো, ভক্তদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, যৌতুক ও মাদকের বিরুদ্ধে গণ স্বাক্ষর, হুজুর কেবলার জীবনী আলোচনা।

 

শুক্রবার (১৮ আগষ্ট) দুই দিনব্যাপী ওরশ মাহফিল ও ইসলামী সুন্নি সমাবেশের উদ্বোধন করেন শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভান্ডারী। দুদিন ব্যাপী এ আয়োজন দেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত জনতা মাইজভান্ডার দরবার শরীফে অংশ নেয়।

 

শনিবার সমাপনী দিবসে সভাপতির বক্তব্যে শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, মাইজভান্ডারী সার্বজনীন প্রেমবাদী দর্শন, শান্তি সম্প্রীতিরই দর্শন। মাইজভান্ডারী দর্শনে সন্ত্রাস জঙ্গিবাদ, উগ্রবাদ ও ধর্মীয় বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। তাই আলেম ওলামাসহ দায়িত্বশীলদের বক্তৃতা বিবৃতি ও লেখনীতে সতর্ক হতে হবে।

তিনি বলেন, মাইজভান্ডার শরীফ এসে ভাগ্য অন্বেষী, মুক্তি প্রত্যাশী, দুঃখ-দুর্দশায় নিমজ্জিত মানুষ মাইজভান্ডারী মহাত্মাদের কাছে সবিনয় আর্তি-আরজি পেশ করেন। সবাই নিজ নিয়ত ও ইচ্ছা অনুযায়ী আল্লাহর ওলীদের আধ্যাত্মিক করুণায় সিক্ত হন।

 

বক্তব্যে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, এই দরবার শরীফের মহাত্মাগণ সব সময় শান্তি-সম্প্রীতি, সহঅবস্থান ও গণকল্যাণ নিশ্চিতে কাজ করে যাচ্ছন। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুশাসন রাজনৈতিক সহাবস্থান অত্যন্ত জরুরী। জনগণের প্রত্যাশা পুরণে দেশের স্বার্থে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে সহিংস আন্দোলনের পথ পরিহার করে জনগণের ইচ্ছার প্রতিফলনে কাজ করতে হবে।

 

বিএসপি চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যদি অতি আগ্রহ দেখায় তাহলে বুঝতে হবে তার অন্য কোন উদ্দেশ্য আছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ কাম্য নয়। যে কোন সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। জনগণকে যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। যেন এই দেশ ইরাক, ইরান, সিরিয়া ও আফগানিস্তানের মতো না হয়।

 

তিনি বলেন আমরা চাই সংবিধানের আলোকে অবাদ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন। রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন নিয়ে আস্থার সংকটে ভুগছে। নিরপক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে ও রাজনৈতিক দল গুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ক্ষমতাসীন আওয়ামী লীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

ইসলামী সুন্নী সন্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ আলমগীর খান, বিএসপি’র ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, অতিরিক্ত মহাসচিব মুফতি খাজা বাকি বিল্লাহ আল আজহারী, স্থায়ী পরিষদ সদস্য মো: সাইফুল ইসলাম, এটিএম সামশুল আলম বকুল, স্থায়ী পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব অ্যাড. জালাল উদ্দিন, মোঃ আসলাম হোসাইন, চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন ভুইয়া, ফেনী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবু তাহের, মুন্সিগঞ্জ জেলা সভাপতি এসএম বারী, গাজীপুর জেলা সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুস ছাত্তার ছিদ্দিকী, মাওলানা বাকের আনছারী, মাওলানা এইচএম মাকসুদুর রহমান, মাওলানা হাফেজ নাজের হোসাইন প্রমুখ।

Last Updated on August 19, 2023 9:47 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102