মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কার্যালয়ে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারন সম্পাদক ও মাইটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন (রনী)র আয়োজনে করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রনি, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, বাংলা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, গেøাবাল ব্র্যন্ড প্রাঃ লিঃ এর কুমিল্লা চিফ বিপুল কুমার রায়, দৈনিক রুপসী বাংলার বিশেষ প্রতিনিধি এম এইচ মনির, জাগরনী টিভির জেলা প্রতিনিধি ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক, মাই টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী, মেঘনা টিভির সিইও মহিউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন মিডিয়া প্লাস বিজনেস ফোরামের পরিচালক যুবলীগ নেতা মোঃ রাজিব, কুমিল্লা ট্রাভেল এন্ড ট্যুরের পরিচালক শামস্ তাবরিজ, নাসির মানি এক্সচেঞ্জ এর কর্মকর্তা সৌরভ হাসেম জাকারিয়া, চ্যানেল বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মোঃ আলাউদ্দিন, বিএম মহিউদ্দিন মন্টি, মাইটিভির ক্যামেরাপারসন বিপ্লব হাসান,এশিয়ার টিভির ক্যামেরাপারসন ছালাম উদ্দিন বাপ্পি প্রমুখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মধ্যে মাঝিগাছা জামে মসজিদের খতিব ও ছাত্র হিযবুল্লার কুমিল্লা জেলার সাবেক সিনিয়র সহ-সভাতি মাওলানা মোঃ আবু হানিফ মজুমদার।
Last Updated on July 19, 2020 10:33 am by প্রতি সময়