শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নোবিপ্রবির দশ শিক্ষকের গবেষণা প্রকল্প ইউজিসির অনুদান পেল মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনাকে ধারন করে এগিয়ে চলছে দৈনিক আজকের দর্পণ #:কুমিল্লায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কী এবং কেন উসাবের নেতৃত্বে অন্তর ও জাবেদ অস্ত্র গুলিসহ ঠাকুরপাড়া মুরাদপুর ও চর্থার চার যুবক গ্রেফতার শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে : অর্থমন্ত্রী চট্টগ্রামে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে বর্ণাঢ্য জশনে জুলুস # ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন একটি শ্রেষ্ঠ ইবাদত তাল গাছে উঠে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল শ্রমিকের লাকসামে ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন শিক্ষক   দাউদকান্দিতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় চারজন গ্রেফতার কুমিল্লা নগরীতে বসুন্ধরা ও কিউর ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে চার লাখ টাকা জরিমানা বিদেশি পিস্তলসহ সদর দক্ষিণের বুলেট গ্রেফতার বুড়িচংয়ে অবৈধ গ্যাস সংযোগ ও পাইপলাইন বিছিন্ন চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো মাদরাসা ছাত্রের লাশ হাজিরা দিলেন রিজভী, খালেদা জিয়ার অনুপস্থিতে পেছালো চার্জ গঠনের তারিখ প্রাথমিক শিক্ষাস্তরে শিক্ষকের ভূমিকা অপরিসীম চান্দিনায় কথিত চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড নাঙ্গলকোটে অভিযানের খবর শুনে সড়ক থেকে লাপাত্তা অবৈধ সিএনজি অটোরিকশা বরুড়ার কৃষক সাত্তার হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার মেঘনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ২৪ জনের নামে মামলা

মাদকের বিরুদ্ধে কথা বলায় অপহৃত আশিককে একমাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১২৮ দেখা হয়েছে

এক মাসেও সন্ধান মেলেনি কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া গোবিন্দপুর এলাকা থেকে অপহৃত কিশোর আশিকুর রহমান ওরফে আশিকের। মাদকের বিরুদ্ধে কথা বলায় এবং স্থানীয় মাদক কারবারীদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত ৩১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে তার ঘর থেকে মারধর করে তুলে নিয়ে যায় স্থানীয় কয়েক যুবক। এসব যুবকদের বিরুদ্ধে এলাকায় মাদক বেচাবিক্রির অভিযোগ রয়েছে।

এদিকে একমাসেও আশিকের সন্ধান না পাওয়ায় তার বাবা-মা ও পরিবারের লোকজন চরম উৎকণ্ঠায় রয়েছেন। তাদের ছেলে জীবিত আছে নাকি তাকে মেরে গুম করে ফেলা হয়েছে এমন দুশ্চিন্তায় আইনের দরজায় ঘোরাঘুরি করেই দিন কাটছে হতাশ মা-বাবার।

অপহরণের ঘটনায় আটক প্রধান আসামী মুসিকে গ্রেফতার ও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর কোতোয়ালি পুলিশ মুসির দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং তদন্ত করে একমাসেও উদ্ধার করতে পারছেনা আশিককে।

মঙ্গলবার সকালে কুমিল্লা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের কাছে অপহরণের বিষয় ও উদ্ধার না হওয়া প্রসঙ্গে তার বাবা আলমগীর হোসেন জানান, মামলার এজাহারভুক্ত আসামি গোবিন্দপুর এলাকার জাহের মিয়ার ছেলে মুসি মিয়া, পার্শ্ববর্তী ঠাকুরপাড়া এলাকার রায়হান, নয়ন, পলাশ, বাহারাম অভি ও সোহাগ এলাকায় মাদকের ব্যবসা করে। তারা আমার দিনমজুর ছেলেকে তাদের সঙ্গে কাজ করতে বললে আশিক মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মুসি ও তার গ্রুপ আমার ছেলের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে তারা গত ৩১ জুলাই  সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দপুরে আমার ভাড়া বাসায় হামলা চালায়। আমার ছেলেকে এলোপাতাড়ি পেটাতে থাকে তারা। এক পর্যায়ে তারা আমার ছেলেকে টেনে-হিঁচড়ে ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে ছেলের কোনো খবর পাইনি আমরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে আমার ছেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার ভিডিও পুলিশ দেখেছে।

অপহৃত আশিকের বাবা আলমগীর হোসেন আরো জানান, এঘটনায় আমার স্ত্রী আসলিমা বেগম কোতোয়ালী থানায় ওই ৫ জনের বিরুদ্ধে ছেলেকে অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করে। পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেও আমার ছেলেকে উদ্ধারের কোনো ক্লু উদঘাটন করতে পারছেন না। আজ এক মাস হতে চলেছে আমার ছেলেকে উদ্ধার ও তার কোন সন্ধান দিতে পারছে না পুলিশ। থানা ও আদালতে কেবল ঘুরাঘুরি করছি। ছেলেটা বেঁচে আছে নাকি তাকে মেরে গুম করে ফেলেছে তাও জানিনা।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান বলেন, ঘটনাটি আমি জানার পর অপহৃত আশিকের মাকে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিই। ছেলেটার সন্ধানের ব্যাপারে আমরাও খোঁজখবর নিচ্ছি।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, আমরা ওই কিশোরকে উদ্ধারে কোনো অবহেলা করছি না। এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। মামলার প্রধান আসামি মুসিকে গ্রেফতারের পর রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্যগুলো যাচাই করে দেখা হচ্ছে। মামলার অন্য আসামিদের গ্রেফতার এবং ওই কিশারকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Last Updated on August 30, 2022 6:14 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102