কুমিল্লা জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ বলেছেন, মাদক দ্রব্যের ভয়াবহতা নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে। বলতে গেলে এ চেষ্টা অব্যাহত রয়েছে।বর্তমানে এটা লক্ষ্যনীয় য়ে, শহর এলাকা ছাড়িয়ে মাদক এখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে গেছে এবং তরুণ-তরুণীরা ব্যবহার করছে। মাদকের নেশায় নিমজ্জিতদের একটি বড় অংশই শিক্ষার্থী।মাদকের ভয়াল থাবা থেকে এদের বাঁচাতে হবে। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদকের বিরুদ্ধে, ধূমপানের বিরুদ্ধে সমস্বরে শ্লোগান এলে এর পজিটিভ দিক আমরা অবশ্যই দেখতে পাব।
শনিবার (২৬ জুন) মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার ১৭ উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীদের নিয়ে ‘শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এসব কথা বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কমিটির কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ আরও বলেন, শিক্ষা কার্যক্রমে প্রচারণা বা সচেতনতার উদ্যোগ শুরু হয়েছে। তবে প্রতিটি স্কুল-কলেজে এ ব্যাপারে সচেতনতার উদ্যোগ আরও বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে । সেখানে মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ব্যানার ফেস্টুন ঝুলিয়ে, বিতর্ক কর্মসূচী, র্যালি, নানা ধরণের কর্মসূচীর মাধ্যমে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা চলছে। সর্বোপরি সরকারের মাদকবিরোধী উদ্যোগের সঙ্গে স্থানীয়ভাবে সচেতন সকলে এগিয়ে এলে সহজে এর সফলতা পাওয়া যাবে।
ভার্চুয়াল আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, অভিযান চালানোর পাশাপাশি আমরা মাদকের চাহিদা হ্রাস করার বিষয় নিয়ে কাজ করছি।কারন মাদকের চাহিদা কমে আসলে সরবরাহ কমে আসবে।করোনাকালে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে শিক্ষাবিমুখ হয়ে কোনভাবেই হতাশাগ্রস্ত হয়ে না পড়ে, নেশার পথে পা না বাড়ায় সেক্ষেত্রে পারিবারিক, সামাজিকভাবে সচেতনতার ব্যাপারে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে।
মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স গ্রহণ করেছে। কিন্তু পরিবার ও তৃণমুল পর্যায় থেকে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির একটি চেষ্টা অব্যাহত রাখতে হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 26, 2021 8:02 pm by প্রতি সময়