‘একটি গ্রাম-একটি দেশ, আমরা চাই মাদক মুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে পুলিশের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সর্দর সার্কেল) মো. সোহান সরকার পিপিএম।
মঙ্গলবার (১৯জানুয়ারি) দুপুরে কুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে মাদক, নারী নির্যাতন, বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বুড়িচং মোকাম ইউনিয়নের আবিদপুর স্কুল এন্ড কলেজ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার আরো বলেন, পাড়া মহল্লা গ্রাম থেকে নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। তাহলেই এসব থেকে গোটা বাংলাদেশ মুক্ত হবে।সর্বোপরি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।ঐক্যবদ্ধভাবে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়েই আমরা একটি সুখি সুন্দর সমাজ বিনির্মান করতে পারবো।
বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজিজুল বারি নয়ন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক মুন্সি, আবিদপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসাইন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মো. জামাল উদ্দিন, মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মজিবুর রহমান, দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মো. ইমরুল হাসান, এস আই কামাল হোসেন চৌধুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী মো. জাহাঙ্গীর আলম, প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী মো. আব্দুল মালেক, হাজী মো. আবুল হাসেম মাষ্টার, হাজী মো. শাহজাহান মাষ্টার, মোরাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন কামাল, আওয়ামীলীগ নেতা মো. কবির হোসেন, মো. সোলেমান লিটন, ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, মোঃ শামসুল হক মেম্বার, মো. আব্দুল মান্নান, আব্দুল মতিন, আতাউল্লাহ, মো. মেহেদী হাসান, মো. নুরন নবী, মো. মফিজুল ইসলাম, মো. শাহ আলম, মোঃকামাল হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।
Last Updated on January 19, 2021 9:32 pm by প্রতি সময়