মাদক সেবন, বিক্রি ও ইভটিজিংসহ নানান অপরাধ কর্মকান্ড বন্ধ এবং জড়িতদের গ্রেফতারের দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কুমিল্লা নগরীর কাটাবিল পশ্চিমপাড়ার ভুক্তভোগী নারী-পুরুষরা।
রবিবার (৩০ জুলাই) সকালে কুমিল্লা প্রেসক্লাব-সার্কিট হাউজ সড়কে বিক্ষোভ করে প্রতিবাদ জানায় ভুক্তভোগীরা। এর আগে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের লোকজন অভিযোগ করে জানান, নগরীর কাটাবিল এলাকার রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের সামনে ও আশপাশে দাঁড়িয়ে থেকে এলাকার স্কুল-কলেজগামী ছাত্রীদের ইভিটিজিং ও অশ্লীল ভাষায় উত্যক্ত করে স্থানীয় বখাটেরা। তারা ওপেন সিক্রেট মাদক সেবন ও বিক্রি করে থাকে। এসবের প্রতিবাদ করলে তাদের দ্বারা নানাভাবে লাঞ্ছিত হতে হয়।
সংবাদ সম্মেলনে কাটাবিল এলাকার ভুক্তভোগী মজিবুর রহমানের স্ত্রী আখি আক্তার জানান, তার পুত্রবধূ কুমিল্লা কালেক্টরেট কলেজে পড়ালেখা করেন। কলেজে আসা যাওয়ার পথে তাকে প্রায় উত্যক্ত করতো ওই এলাকার কিছু বখাটে যুবক ও তরুণ। গত বৃহস্পতিবার সকালের দিকে তার ছেলে মিরাজ স্ত্রীকে নিয়ে কলেজে যাওয়ার পথে ফের ইভটিজিংয়ের শিকার হয়। এসময় প্রতিবাদ করলে বখাটে যুবক ও তরুণরা মিলে মিরাজকে বেধড়ক পেটায় এবং তার স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এঘটনায় সাতজনের নামে কোতয়ালী মডেল থানায় মামলা হলে পুলিশ একজনকে গ্রেফতার করে।
ভুক্তভোগীরা জানান, থানায় মামলা করায় আসামীরা আরও বেপরোয়া হয়ে ওঠেছে এবং হুমকি দিচ্ছে। এমতাবস্থায় অনেক অভিভাবক নিরাপত্তার অভাবে মেয়েদের স্কুল,কলেজে যাওয়া বিরত রেখেছেন। সংবাদ সম্মেলনে অর্ধশত ভুক্তভোগী পরিবারের অভিভাবক মাদক সেবন, বিক্রি ও ইভটিজিং বন্ধে এবং বাকি আসামীদের গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Last Updated on July 30, 2023 2:43 pm by প্রতি সময়