ইয়াবা ট্যাবলেট পাচার ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত। রবিবার (২০ আগস্ট) কুমিল্লার জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০ (গ) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের প্রত্যেককে দোষী সাব্যস্তক্রমে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের টেকনাফ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ সাহিত্যিক পল্লী গ্রামের হাজী মোঃ সিদ্দিক আহাম্মদের ছেলে মোঃ জয়নাল আবেদীন মোল্লা ও একই জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর লেইমসাখালী করল্লা পাড়ার মোজাম্মেল হকের বাড়ীর হাজী মোজাম্মেল হকের ছেলে মোঃ মোবারক হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট মোঃ জাকির হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৭ অক্টোবর বিকেলে কুমিল্লার জেলা গোয়েন্দা শাখা মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আলেখারচর চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি গাড়ী থামিয়ে তল্লাশি চালিয়ে উল্লেখিত দুই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়।
Last Updated on August 20, 2023 8:05 pm by প্রতি সময়