কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেনসিডিলসহ কবির হোসেন (২৪) নামে এক পিকআপচালককে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকালে পিকআপ চাকা বিকল হলে পিকআপটি মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় তাকে আটক করা হয়। একপর্যায়ে গাড়িটি তল্লাশি করলে পিকআপের কেবিনের ভেতর একটি বাজারের ব্যাগে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
ঘটনার সতত্যা নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, ফেনসিডিল জব্দ করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on June 24, 2023 7:02 pm by প্রতি সময়